বললেন বাহাউদ্দিন নাসিম
জাতির কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ!
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনে নিজেদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। আত্মগোপনে থাকা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের সাথে টেলিফোনে কথা বলেন বাহাউদ্দিন নাছিম। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ারও করা হয়।
ফোনালাপে এক প্রশ্নের জবাবে নাছিম বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? নাকি জঙ্গলে-পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কীভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, সেই সুযোগটা কি দেশে আছে এখন?
তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না?
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ, অনেক মন্ত্রী-এমপি, নেতাকর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে নাছিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি, উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।