শাহরুখকে হত্যার হুমকি: পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
চলতি মাসের ৭ তারিখ হত্যার হুমকি দেওয়া হয় শাহরুখ খানকে (Shah Rukh Khan)। সালমান খানের প্রাণনাশের হুমকির মাঝেই নতুন এ খবরে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। তদন্তে নেমে জানা যায়, ছত্তিশগড়ের বাসিন্দা ফয়জান খান নামে জনৈকর থেকেই বলিউড বাদশার কাছে হত্যার হুমকি আসে। তৎক্ষণাৎ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এবার তার ফোনে তল্লাশি চালিয়েই চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে।
পেশায় আইনজীবী ওই ব্যক্তির ফোন ঘেঁটে দেশটির পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরেই নাকি শাহরুখ সম্পর্কে নানারকম তথ্য সংগ্রহ করেন ফয়জান খান। শুধু কিং খানই নন, তার নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকী শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির উপর নজর ছিল গ্রেপ্তার ব্যক্তি।
পুলিশের খবর অনুযায়ী, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে হত্যার হুমকি দেন ফয়জান খান। ইন্টারনেটে বাদশা এবং তার পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন ধৃত। ফয়জান খানের বাজেয়াপ্ত মোবাইল ফোনের ‘সার্চ হিস্ট্রি’ খতিয়ে দেখেই বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ। যদিও এই বিষয়ে ধৃতকে প্রশ্ন করলে কোনওরকম সদুত্তর পায়নি পুলিশ।
সম্প্রতি মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। সেই ফোনেই ৫০ লাখ টাকা না দিলে শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি দেয়া হয়। ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই ওই হুমকি ফোন যায় পুলিশের কাছে। এরপর তদন্ত শুরু করে দেয় পুলিশ।
জেরার মুখে ফয়জান জানান, আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।