ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আবু হানিফ,,বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রæতার জের ধরে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবারনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় পুর্ব শত্রæতার জের ধরে তাকে হত্যা করা হয়।

এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রæতার জের ধরে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবারনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় পুর্ব শত্রæতার জের ধরে তাকে হত্যা করা হয়।

এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।