১০০০ দিন পর থামছে ইউক্রেন যুদ্ধ!
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া। ২০২৪ সালের ১৯ নভেম্বর ১০০০ দিন পূর্ণ হয়েছে এই যুদ্ধের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়ী যুদ্ধ?
সংবাদসংস্থা রয়টার্সের দাবি, খুব শিগগির ইউক্রেনের বাতাস থেকে যেতে পারে বারুদের গন্ধ। কারণ যুদ্ধাবসানে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে রাজি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! তবে বেশ কয়েকটি শর্তও দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। এরমধ্যে দ্বিতীয়বার হোয়াইট হাউজে ফিরেছেন রিপাবলিকান নেতা।
এদিকে, দু’বছর ৯ মাস ধরে চলা যুদ্ধে এরমধ্যে আমরিকার ভার্জিনিয়া প্রদেশের মাপের ইউক্রেন ভূখণ্ড দখল করেছে পুতিনের সেনা। যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। এই অবস্থায় কোনও পক্ষই চাইছে না যুদ্ধ দীর্ঘায়িত হোক।
মনে হচ্ছে, ট্রাম্প মধ্যস্থতা করলে যে কোনও ধরনের চুক্তিতে রাজি হতে পারেন পুতিন। রয়টার্স জানাচ্ছে, পাঁচ প্রাক্তন ও বর্তমান রুশ আধিকারিক জানান, ক্রেমলিন দ্বন্দ্ব মেটাতে রাজি হতে পারে। তবে প্রধান দুই শর্ত রয়েছে পুতিনের।
এর প্রথমতটি হলো- যুদ্ধ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়বে না রাশিয়া। পাশাপাশি কিয়েভ ন্যাটোয় যোগ দিতে পারবে না। এছাড়া বন্দি এবং ইউক্রেনে যুদ্ধরত প্রত্যেক রাশিয়ান সেনাকে নির্বিঘ্নে দেশে ফিরতে দিতে হবে। শান্তি ফেরাতে আমেরিকা-রাশিয়ার যে কোনও ধরনের চুক্তিতে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে ইউক্রেন। এ শর্তগুলো পূরণ হলে শান্তি ফিরতে পারে ইউক্রেনে।