সংবাদ শিরোনাম ::
‘আ’ লীগ রাজনীতি করতে পারবে কি না তা জনগণ নির্ধারণ করবে’
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কি না তা নির্ধারণ করবে জনগণ।
বুধবার ( ২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের অবশ্যই, হাসিনাসহ, সবাইকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।
বিএনপি’র মহাসচিব আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না। তবে বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনাসহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে।