ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ওহিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত যশোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে মানববন্ধন শরণখোলায় কর ও সেবা মেলা অনুষ্ঠিত রংপুর রাইডার্স ঘুরে এসেছে নিজেদের রংপুর লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় নিহত দুই: গাড়ি ভাঙচুর,পুলিশের ওপর হামলা বাগেরহাটে পেশাদার তিন গরুচোর গ্রেপ্তার, ৪টি গরু উদ্ধার নড়াইলের আমাদা কলেজে ষষ্ঠ-বার্ষিকী পিঠা উৎসব অনুষ্ঠিত আটঘরিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন  জয়পুরহাটে আগাম জাতের আলুর বাজারে নায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক  নতুন পোশক পেলো পুলিশ, র‍্যাব ও আনসার

জাবি ছাত্রী নিহত: প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বয়কট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ পরে তাকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আফসানা করিম (রাচি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষ ৫৩ ব্যাচ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। অবস্থার অবনতি হচ্ছে দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

এদিকে আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাত পৌনে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের জবাব চান। এছাড়া তারা বুধবার (২৪ নভেম্বর) ভোর ৬ টা থেকে প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন।

৫৩ ব্যাচের এক শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহা তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আমরা ৫৩তম আবর্তনের সব শিক্ষার্থী জানাচ্ছি যে, আমাদের বোন আফসানা রাচি, মার্কেটিং ৫৩তম আবর্তনের শিক্ষার্থীর স্পষ্ট হত্যার প্রতিবাদে সমস্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সকল একাডেমিক কার্যক্রম সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত বয়কট করলাম।

তিনি আরও জানান, রাচি বিকেলে একাই হাঁটতে বেরিয়েছিলো৷ মাত্র এক মাস আগে আমাদের ক্লাস শুরু হয়েছে। মাত্র এই কয়দিনের মাথায় আমরা একজন বন্ধুকে হারালাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে আমি দুর্ঘটনাটার খবর পেয়ে ছুটে আসি। পরে আমি নিজে অ্যাম্বুলেন্স ডেকে তাকে তুলে দিয়েছি। অ্যাম্বুলেন্স খুব দ্রুতই মাত্র ১১ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে এসেছে।

এ বিষয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, সিসিটিভি দেখে ঘাতক রিকশাচালককে শনাক্ত করতে পেরেছি। গেরুয়ায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাবি ছাত্রী নিহত: প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বয়কট

সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ পরে তাকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আফসানা করিম (রাচি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষ ৫৩ ব্যাচ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। অবস্থার অবনতি হচ্ছে দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

এদিকে আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাত পৌনে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের জবাব চান। এছাড়া তারা বুধবার (২৪ নভেম্বর) ভোর ৬ টা থেকে প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন।

৫৩ ব্যাচের এক শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহা তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আমরা ৫৩তম আবর্তনের সব শিক্ষার্থী জানাচ্ছি যে, আমাদের বোন আফসানা রাচি, মার্কেটিং ৫৩তম আবর্তনের শিক্ষার্থীর স্পষ্ট হত্যার প্রতিবাদে সমস্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সকল একাডেমিক কার্যক্রম সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত বয়কট করলাম।

তিনি আরও জানান, রাচি বিকেলে একাই হাঁটতে বেরিয়েছিলো৷ মাত্র এক মাস আগে আমাদের ক্লাস শুরু হয়েছে। মাত্র এই কয়দিনের মাথায় আমরা একজন বন্ধুকে হারালাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে আমি দুর্ঘটনাটার খবর পেয়ে ছুটে আসি। পরে আমি নিজে অ্যাম্বুলেন্স ডেকে তাকে তুলে দিয়েছি। অ্যাম্বুলেন্স খুব দ্রুতই মাত্র ১১ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে এসেছে।

এ বিষয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, সিসিটিভি দেখে ঘাতক রিকশাচালককে শনাক্ত করতে পেরেছি। গেরুয়ায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি।