৮ কেজি গাঁজাসহ পাবনায় যুবক আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
পাবনায় গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।
সোমবার ১৮ নভেম্বর সন্ধা সাড়ে ৬ টার দিকে জেলার চাটমোহর থানাধীন বাঘলবাড়ী চৌরাস্তা মান্নাননগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত যুবক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের চরযতিন্দ্র নারায়ন (সুপারি বাগান ঘাট) এলাকার বদিউজ্জামানের ছেলে লাল মিয়া (২২)।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে
জেলার চাটমোহর থানাধীন মান্নাননগর চাটমোহর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রাস্তার উপরে একটি মৎস্য খাবারের দোকানের সামনে একটি ১২৫ সিসির মোটরসাইকেল গতিরোধ করে ঘেরাও করে।
এ সময় ডিএনসি’র সদস্যরা তল্লাশি শুরু করলে মোটর সাইকেলটির সিটের ভিতরে ও তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকানো একটি কালো পাতলা কাপড়ের ব্যাগে মধ্যে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের জানতে পারা যায় আটককৃত যুবক
মোটরসাইকেল যোগে গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।