ডা. শর্মী রায়েন্দায় দোগদান ঠেকাতে ঝাড়ু মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের বদলির আদেশ প্রত্যাহার এবং তার স্থলে মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়ের পদায়ন প্রতিহত করতে ঝাড়ু মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ঝাড়ু মিছিল করেন শরণখোলা স্বাস্থ্য স্কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
কর্মসূচী পালনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ও দক্ষ চিকিৎসক। তার সততা ও চিকিৎসাসেবায় খুশী শরণখোলাবাসী। অথচ তাকে এখান থেকে বদলি করে দুর্নীতিবাজ ও আওয়ামীলীগের দালাল হিসেবে পরিচিত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে দেওয়া হয়েছে। এই দুর্নীতিবাজ ও আওয়ামী দালালকে কোনোভাবেই শরণখোলায় যোগদান করতে দেওয়া হবে না।
মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা মাহাদি হাসান, মুফতি মাওলানা ইসমাইল হোসেন, মাসুদ হোসাইন ও রবিউল ইসলাম।