“প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা নেই”
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের ট্রেন চালুর কথা বললেও সুস্পষ্ট রূপরেখা নেই বলে মন্তব্য করে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, ক্ষমতার ১০০ দিন পার হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই- আগস্টের হত্যাকারীদের গ্রেফতার, ব্যাংক লুটেরা টাকা পাচারকারীদের গ্রেফতার টাকা উদ্ধারে আশাব্যঞ্জক সফলতা দেখাতে পারেনি। এমনকী, আহতদের চিকিৎসা নিয়েও রয়েছে প্রচণ্ড ক্ষোভ। ফলে, সরকারের ভূমিকাই পরাজিত শক্তি ও ষড়যন্ত্রের শক্তিকে পথ করে দিচ্ছে।
সোমবার বিকেলে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল কবির জাহিদ আরও বলেন, ক্ষমতাসীন হবার জন্য আওয়ামী লীগের মত বিএনপি জামাতও ভারতের সমর্থন নিতে ব্যাকুল। দেশে ধর্মের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের তৎপরতার দাপট, সামাজিক শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় গণতান্ত্রিক শক্তি ও জনগণের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ছাত্র-গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শহীদ ও আহতদের শ্রেণি অবস্থান থেকে বোঝা যায়। সেই শ্রেণি স্বার্থের প্রশ্ন সরকারের বিবেচনায় নেই। সরকার সে পথে হাঁটছে না। এমন জটিল পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কমিউনিস্ট বাম গণতান্ত্রিক শক্তি ব্যক্তি ও জনগণকে আন্দোলনের সমবেত হওয়ার ছাড়া বিকল্প নেই।
পার্টির জেলা কমিটির সমন্বয়ক তসলিম উর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, শ্রমিক নেতা নাজিমউদ্দীন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির গাজী আব্দুল হামিদ, কৃষক নেতা মিজানুর রহমান, নারীনেত্রী বিথীকা বিশ্বাস, যুবনেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা সাইহাম বিশ্বাস অর্ক প্রমুখ।
জনসভা থেকে দ্রব্য মূল্য কমানো, রেশনিং চালু করা, ভবদহের জলবদ্ধতা নিরসন,ভূমি অফিস রেজিস্ট্রি অফিসের দূর্নীতি বন্ধ, বিদ্যুতের দাম কমানো, ডিজিটাল মিটার বাতিল, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, মিনিমাম চার্জ বাতিল, পল্লী বিদ্যুতের নির্যাতন বন্ধ, ভৈরব কপোতাক্ষসহ সকল নদী সংস্কার, দখল মুক্ত করা, রেল সংগ্রাম কমিটির দাবিতে জেলাময় মাসব্যাপী প্রচার ও বিক্ষোভ মাসের কর্মসূচি ঘোষণা করেন পার্টির জেলা সম্পাদক তসলিম উর রহমান।