ইসলামপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বিশেষ অভিযানে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী সামিরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী সামিরুল শেখ উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর বাটিকামারী সাধু শেখের পুত্র।
মামলা সুত্রে জানাযায়, বাবা,মা গার্মেন্টেসের চাকরীর সুবাধে ঢাকায় অবস্থান করায় শিশুটি নানীর সাথে বসবাস করে। গত ২ নভেম্বর দুপুরে নিজ বাড়ী পার্শে ওই শিশু ছাগল চড়াইতেছিল। এ সময় কৌশলে ধর্ষণ চেষ্টা চেস্টা করলে শিশুটির চিৎকারে লোকজন আসায় সে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান- শিশু ধর্ষণ চেস্টায় মামলার আসামী সামিরুল শেখকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।