চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান বিষয়ক সেমিনার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান ও প্রক্রিয়াকে শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড’র সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের জনজীবন ও ফসলী জমি রক্ষায় সরকার ও বিভিন্ন নির্ধারনী মহলের প্রতি বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। সেমিনারে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীদের জলবায়ু বিপদাপন্নতার প্রাকৃতিক ও সামাজিক কারনগুলো নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার ফলাফলের ভিক্তিতে তৈরি নীতিপত্রের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। ডাকসো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নেটজ্ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শেখ জাকির হোসেন, মো. মনিরুজ্জামান, গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম, নাচোল প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাউসার আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র কনসালটেন্ট ড. মো. জহরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
সেমিনারে বরেন্দ্র অঞ্চলের ফসলী জমিতে বোরো মৌসুমে ধানের পরিবর্তে কম পানি লাগে এমন ফসল চাষাবাদকে উদ্বুদ্ধ করতে ও ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন বক্তারা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের নানা সমস্যা ও সংকটের সমাধান নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড’র সহযোগিতায় বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে “দক্ষিণ এশিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সংগ্রাম শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে বিপদাপন্ন ১২০০টি পারিবারকে জীবন জীবিকার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে।