সংবাদ শিরোনাম ::
পাবনায় ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালের ১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হাতকাটা টুনটুনির ছোট ভাই ও ছাত্রলীগকর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)।
সেই মামলার আসামি ছিলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিক। গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।
২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়েছেন।