ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ইফা’র উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সদর উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইফা’র উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি। সে ইসলাম ওলি আওলিয়াদের মাধ্যমে পেয়েছি। অলি আউলিয়াগণের আচার ব্যবহারে মানুষ তাদের কাছে মুসলমান হয়েছে। হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.), হযরত শাহ আমানত (রহ.) ও হযরত বাইজিদ বোস্তামী (রহ.) উনাদের নাম শুনার সাথে সাথে অন্তরটা নত হয়ে যায়। নাম এখনো মানুষ শুনলে অন্তরে আলাদা অনুভূতি পয়দা হয়।

তিনি বলেন, আমরা এখন দেখতে পাই এক আলেম আরেক আলেমের বিরোধিত করে। এটা কুরআনের কোথায় আছে? আজকে আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য। আলেমদের মধ্যে ঐক্য নেই। কে সুন্নি? আর কে ওয়াহাবি? হানাফি, না হাম্বলি এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি না করে নিজের দোষ খুঁজি। তাহলে আমাদের সকল কথায় মানুষের মনের মধ্যে প্রভাব ফেলবে। আমরা আমল করি না, নিজের-ই আমলের খবর নাই। তাহলে সমাজে অবস্থা কি হবে? আমরা যাতে সেই জায়গাতে সংশোধন করি। মুসলিম হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে। তাহলে সমাজের যে পরিবর্তন সেটা আমাদের দ্বারা সম্ভব হবে।

ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় যারা ইমাম প্রশিক্ষণ নিয়েছেন, তারাই সফল হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আমাদের ধর্মীয় জ্ঞান প্রচারে সহযোগীতা করছে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাতেও ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষা ও জেনারেল শিক্ষা পৌঁছে যাচ্ছে। ইমাম প্রশিক্ষণে ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতির ব্যবহারিক/মৌখিকের ওপর ৪৫ দিনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে ও সমাজের যাবতীয় অনাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে দেশের জনগণকে বিরত রাখবে। তাহলেই ইমামদের প্রশিক্ষণ নেয়া সার্থক হবে আমরা আশা করি।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা মো. আবুল হাসেম, কাঁঠালতলি দারুস সালাম মাদরাসার পরিচালক মাও. শামসুল আলম, পর্যটন দেওয়ান পাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, বাইতুল আমান জামে মসজিদের খতিবসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙ্গামাটিতে ইফা’র উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সদর উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইফা’র উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি। সে ইসলাম ওলি আওলিয়াদের মাধ্যমে পেয়েছি। অলি আউলিয়াগণের আচার ব্যবহারে মানুষ তাদের কাছে মুসলমান হয়েছে। হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.), হযরত শাহ আমানত (রহ.) ও হযরত বাইজিদ বোস্তামী (রহ.) উনাদের নাম শুনার সাথে সাথে অন্তরটা নত হয়ে যায়। নাম এখনো মানুষ শুনলে অন্তরে আলাদা অনুভূতি পয়দা হয়।

তিনি বলেন, আমরা এখন দেখতে পাই এক আলেম আরেক আলেমের বিরোধিত করে। এটা কুরআনের কোথায় আছে? আজকে আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য। আলেমদের মধ্যে ঐক্য নেই। কে সুন্নি? আর কে ওয়াহাবি? হানাফি, না হাম্বলি এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি না করে নিজের দোষ খুঁজি। তাহলে আমাদের সকল কথায় মানুষের মনের মধ্যে প্রভাব ফেলবে। আমরা আমল করি না, নিজের-ই আমলের খবর নাই। তাহলে সমাজে অবস্থা কি হবে? আমরা যাতে সেই জায়গাতে সংশোধন করি। মুসলিম হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে। তাহলে সমাজের যে পরিবর্তন সেটা আমাদের দ্বারা সম্ভব হবে।

ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় যারা ইমাম প্রশিক্ষণ নিয়েছেন, তারাই সফল হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আমাদের ধর্মীয় জ্ঞান প্রচারে সহযোগীতা করছে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাতেও ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষা ও জেনারেল শিক্ষা পৌঁছে যাচ্ছে। ইমাম প্রশিক্ষণে ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতির ব্যবহারিক/মৌখিকের ওপর ৪৫ দিনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে ও সমাজের যাবতীয় অনাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে দেশের জনগণকে বিরত রাখবে। তাহলেই ইমামদের প্রশিক্ষণ নেয়া সার্থক হবে আমরা আশা করি।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা মো. আবুল হাসেম, কাঁঠালতলি দারুস সালাম মাদরাসার পরিচালক মাও. শামসুল আলম, পর্যটন দেওয়ান পাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, বাইতুল আমান জামে মসজিদের খতিবসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।