ঠাকুরগাঁও জমি বিরোধ সড়ক অবরোধ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জমি বিরোধের জেরে সড়ক অবরোধ ও এক পুলিশ সদস্যকে আটকের পর অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।
আজ (১৭ নভেম্বর) রোববার দুপুরে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় বসবাসরত মানুষেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বসবাস করে আসা জমি ক্রয়ের দাবি করে জেলা শহরের প্রভাবশালী আ’লীগ নেতা বাবলুর রহমান। তার কথায় সকালে সিভিল পোশাকে সদর থানার এক পুলিশ সদস্যসহ কয়েকজন ব্যক্তি জমি দখলের চেস্টা করে। অথচ ওই জমি নিয়ে মামলা চলমান। রায় হওয়ার আগেই প্রভাব খাটিয়ে দখলের চেস্টা করা হয়।
পরে স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে আটকের পর অবরুদ্ধ করে রাখে। একই সাথে সিংপাড়া ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরুদ্ধ করে। ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকার খবরে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
পরে বিষয়টি সমাধানের আশ্বস্ত করা হলে আটক পুলিশ সদস্যকে ছেড়ে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে সদর থানার ওসি শহিদুর রহমান জানান, পুলিশ সদস্যকে আটকের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। সেই সাথে বিষয়টি সমাধানে কার্যত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।