সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে ৩ আগষ্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার (১৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।