মান্দায় সাবেক ছাত্রনেতা শরীফের উপর হামলা, গাড়ি ভাঙচুর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় কালিকগ্রাম জাগরনী ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেল আগুন ও ৬টি মটরসাইকেল ভাঙচুর করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
জাগরনী ক্লাবের নতুন কমিটি গঠন করার লক্ষে সমাবেশস্হলে সাবেক সভাপতি উপস্থিত হলে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে মারধর করে এতে সাবেক সভাপতি হীরাআহত হয়। উত্তেজিত আবস্হায় সাবেক ছাত্রনেতা, সাবেক সভাপতি, উত্তরা ডিগ্রি কলেজ শরীফ উদ্দিন তার সঙ্গীদের সাথে নিয়ে জাগরনী ক্লাবমাঠে এলে উত্তেজিত অবস্থায় থাকা রাজু মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি গাড়িতে আগুন লেগে দেন এবং বাঁকী পাঁচটি গাড়ি ভাঙচুর করে, শরীফ সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়, পরে স্হানীয় লোকজন ফায়ার সার্ভিস ও মান্দা থানাকে অবিহিত করেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং মান্দা থানা কর্মকর্তা মনসুর রহমান উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে।
হামলায় আহতরা হলেন, জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু এহিয়া সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা ও মিঠু হোসেন। জাগরনী ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা বলেন, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। ওই সভায় যোগদানের জন্য সন্ধ্যার পরে দেলুয়াবাড়ি বাজার থেকে একটি ভ্যান নিয়ে রওনা হই। রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে ইউপি সদস্য রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’ সভাপতি হীরা সরকার আরও বলেন, এ সময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধার করা হয়। এতে শরীফ উদ্দিন, আব্দুল হাকিম ও মিঠু হোসেন আহত হন। পরে রাজু আহমদের লোকজন ৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আরও ৫টি মোটরসাইকেল।
। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোন সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শরিফের বাবা শাদাবুদ্দিন এজাহার করেছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।