যৌনকর্মীর সাথে প্রেমের দ্বন্দ্বে খুন বাসের হেলপার বাপ্পি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
যৌনকর্মীর সাথে প্রেমের দ্বন্দ্বে হত্যার শিকার হয় বাসের হেলপার বাপ্পি হোসেন। প্রতিপক্ষের নিষেধ উপেক্ষা করে যৌনকর্মীর সাথে প্রেমিকের নিষেধ উপেক্ষা করে যোগাযোগ রক্ষা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পতিতার অপর প্রেম এই হত্যাকাণ্ডের ঘাতক মো.রানা সর্দার (১৯) আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই মো. মফিজ হোসেন শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলঘাট পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে আটক করে। আটক রানা সরদার যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আরিফ সরদারের ছেলে।
এসআই মফিজ হোসেন জানান, যশোর ঢালাই পট্টি পতিতা পল্লীতে কর্মরত পতিতা সাদিয়া সুলতানা পপিকে ভালোবাসতো বাপ্পি হোসেন। সরদার ট্রাভেলসের অন্য একটি গাড়ির হেলপার রানা সরদার সে ও ভালোবাসতো ওই পতিতা সাদিয়া পপিকে। একই পরিবহনের অপর একটি বাসের হেলপার রানা সরদার ও ওই পতিতাকে ভালোবাসতো । এই ভালোবাসাকে কেন্দ্র করে বাপ্পি এবং রানা দুইজনের মধ্যে দন্দ্বের সৃষ্টি হয়।
একপর্যাশ পূর্বপরিকল্পিত ভাবে রানা সরদার ১৫ নভেম্বর দেবা গত গভীর রাতে মনিরুদ্দীন পেট্রল পাম্পের পাশে বাসের মধ্যে এলোপাথাড়ি ভাবে ওপিয়া হত্যা করে বাপিকে। রানা সরদার পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছে।আটক রানাকা নিয়ে ঘটনা স্থলে যাচ্ছি।