পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শেরেবাংলা, ভাসানী ও জিয়া
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্ট গণঅভুত্থান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ইতিহাসে যার যতটুকু অবদান ঠিক ততটুকুই জানবে আগামী প্রজন্ম’। বাংলাদেশের জন্মের পেছনে শেরেবাংলা, ভাসানী ও জিয়ার যে অবদান আছে তা যুক্ত করা হচ্ছে। থাকছে ৭ই মার্চের ভাষণও।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে এম রিয়াজুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৫ সালের পাঠ্য পুস্তকের কমপক্ষে ৯০ শতাংশ জানুয়ারির মধ্যেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে বলে বলে আশা করছে এনসিটিবি।
তিনি আরো জানান, ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে সামনের শিক্ষাবর্ষে। এরই মধ্যে কয়েকটি শ্রেণিতে নতুন পান্ডুলিপিতে নতুন বই ছাপার কাজও শেষে হয়েছে। এর আগের শিক্ষাবর্ষগুলোতে দেশপ্রধানের ছবি বা একক ব্যক্তিকে নিয়ে শ্লোগান থাকলেও এবার তা থাকছে না।