ট্রাম্পের নামে ভুয়া এক্স একাউন্ট চালাচ্ছে আওয়ামী লীগ!
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া এক্স একাউন্ট খুলে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো হচ্ছে। পেইজটি থেকে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী নানা ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
বুধবার পর্যন্ত আওয়ামী লীগের চালানো ট্রাম্পের এক্স একাউন্টের ফলোআর দেখা যাচ্ছে ১৮ হাজার। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের অরিজিনাল এক্স একাউন্টের ফলোয়ার ৯৪ মিলিয়ন।
শুধু তাই নয়, আওয়ামী লীগের ডোনাল্ড ট্রাম্প নিজে ফলো করেছেন প্রায় ৪ হাজার একাউন্টকে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ফলো করেছেন ৫৩টি এক্স একাউন্ট।
বুধবার আওয়ামী লীগের ডোনাল্ড ট্রাম্পের এক্স একাউন্টে দেখা যায়, লেটেস্ট পোস্টে বলা হয়েছে যদি ট্রাম্প আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনা এবং ইউনূসের মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প দেন, আপনি কাকে বেছে নেবেন?
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার লিখেছেন, হাসিনা না ইউনূস এই জাতীয় জরিপ করার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নেই।
পোস্টে একজন মন্তব্য করেছেন, এরা আসলে আওূয়ামী জোকার্স লীগ। আরেকজন মন্তব্য করেছেন, বাংলাদেশের অভিশাপ আওয়ামী লীগ। দলটির স্তম্ভ হচ্ছে মিথ্যা আর গুজব রটানো।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামতে। তখন হামলা হলে সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন।’