জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ১৪ নভেন্নাবর নানা আয়োজনে জয়পুরহাটে পালন করা হলো বিশ্ব ডায়াবেটিস দিবস।
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি সচেতনতামূলক নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, সচেতনতা মূলক লিফলেটে বিতরণ, র্যালি ও আলোচনা সভা। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ভবন থেকে ডায়াবেটিস সচেতনতা মূলক একটি র্যালি শহর প্রদক্ষিন করে পুনরায় ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়বেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সওদাগর মিজানুর রহমান। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে ডায়াবেটিস সচেতনতা মূলক বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, ডাঃ মোয়াজ্জেম হোসেন, ডাঃ মামুন ইসাহাক, ডাঃ ফাতেমা তুজ জোহরা, এ্যাড এম এ হাই প্রমূখ।
বক্তারা বলেন, ২০২১ সালে বিশ্বে ৬৭ লাখ মানুষ ডায়াবেটিসের কারণে মৃত্যুবরণ করেছে। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪ দশমিক ৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮ দশমিক ৩ কোটিতে পৌঁছানোর আশংকা রয়েছে। ডায়াবেটিস সারা জীবনের রোগ হলেও নিয়ন্ত্রণযোগ্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম কানুন মেনে চললে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান বক্তারা।