ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আতিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ অক্টোবর মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। তবে রিমান্ডের আবেদন না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত তাকে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি মোহাম্মদপুর থানার আরও দুটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। তবে গত ১৮ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর, উত্তরা সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে সাধারণ জনতার ধাওয়ার মুখে নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান তিনি।

এরপর ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আতিকুল ইসলামও তাদের একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আতিক রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ অক্টোবর মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। তবে রিমান্ডের আবেদন না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত তাকে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি মোহাম্মদপুর থানার আরও দুটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। তবে গত ১৮ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর, উত্তরা সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে সাধারণ জনতার ধাওয়ার মুখে নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান তিনি।

এরপর ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আতিকুল ইসলামও তাদের একজন।