লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মারা গেছে ৭ জন। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬৭ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ৮০০ জন।
মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৮ জন, বাকি ২ হাজার ১৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর ১ হাজার ৭০৫ ডেঙ্গুতে রোগে মারা যায়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই বছর মারা যায় ২৮১ জন।