ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুকীকে অপসারণে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে আগামী তিনদিনের মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) রাজু ভাস্কর্যের সামনে এই আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, বিভিন্ন সময় ফারুকীর দেয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পোস্ট শেয়ার করে তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে সরব হয়ে ওঠেন শিক্ষার্থীরা। শনিবার (১০ নভেম্বর) রাতেই বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সেই শাসনের প্রতীক হয়ে উঠেছিল ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এবং টুঙ্গিপাড়ার মাজার। গণঅভ্যুত্থানের পর মোস্তফা সরয়ার ফারুকী ৩২ নম্বর বাড়ি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হওয়া অন্য দুই উপদেষ্টার সাথে ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেখা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপদেষ্টা ফারুকীকে অপসারণে আল্টিমেটাম

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে আগামী তিনদিনের মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) রাজু ভাস্কর্যের সামনে এই আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, বিভিন্ন সময় ফারুকীর দেয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পোস্ট শেয়ার করে তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে সরব হয়ে ওঠেন শিক্ষার্থীরা। শনিবার (১০ নভেম্বর) রাতেই বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সেই শাসনের প্রতীক হয়ে উঠেছিল ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এবং টুঙ্গিপাড়ার মাজার। গণঅভ্যুত্থানের পর মোস্তফা সরয়ার ফারুকী ৩২ নম্বর বাড়ি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হওয়া অন্য দুই উপদেষ্টার সাথে ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেখা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।