‘ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না। শুক্রবার (৮ নভেম্বর) দলটির র্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তারেক রহমান বলেন, দেশবিরোধী একটি চক্র এখনো সক্রিয়। সরকারকে তারা ব্যর্থ করতে চায়। তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির র্যালি কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়। এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল।
তারেক রহমান বলেন, রাজপথে লাখো জনতার মিছিল। এটা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিছিল। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের মিছিল। বাংলাদেশের আত্মরক্ষার মিছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মিছিল।
সতর্কবার্ত দিয়ে তিনি বলেন, আমি স্বাধীনতাপ্রিয় জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।