ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা, সম্মানী ৫০০ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
রাজধানীতে যানজট নিরসনে ট্রাফিকের সাথে দায়িত্ব পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ে ২১৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরমেধ্যে ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন। প্রশিক্ষণ দেয়া ৬০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেয়া হবে। দায়িত্ব পালনের সময় প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন একজন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে ৪ ঘণ্টা। এ সময় শিক্ষার্থীদের পরনে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে। যাতে তাদের আলাদা করে চেনা যায়। আগামী বছর জুন পর্যন্ত এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ছিল ট্রাফিক পক্ষ। ওই সময়ও ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন প্রায় এক হাজার শিক্ষার্থী।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক পক্ষে সড়কে নগরবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার কাজ করেছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তারপর ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে।
সূত্রমতে, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৬০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে আগামী জুন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ২১৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। অন্যদেরও প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়া আরো ৩০০ জন নির্বাচন পর্যায়ে রয়েছে।
শিক্ষার্থীদের যাতে লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রতিদিন তাদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘণ্টা। পুলিশ সূত্র জানায়, যে সময় শিক্ষার্থীদের ক্লাস থাকে না ওই সময়েই তাদের দায়িত্ব দেয়া হচ্ছে।
রাজারবাগ পুলিশ লাইনসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে তাদের ট্রাফিক ব্যবস্থাপনা, আইন বিষয়েও ধারণা দেয়া হচ্ছে। গত বুধবার শিক্ষার্থীদের রাজধানী কারওয়ান বাজার, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর মোড়, শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে। দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীদের গায়ে ডিএমপির লগো-সংবলিত জ্যাকেট দেখা গেছে। জ্যাকেটে লেখা রয়েছে, ‘ট্রাফিক সহায়তাকারী ডিএমপি’।
সাজিদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ট্রাফিকের কাজ করতে আমাদের বেশ লাগছে। আর চার ঘণ্টা দায়িত্ব পালনের কারণে আমাদের পড়ালেখায়ও ব্যাঘাত ঘটছে না।