হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত, কারণ ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন করলেন। ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ২০২০ সালে পরাজিত হন, কিন্তু এবার পুনরায় দেশটির জনগণের সমর্থনে বিজয়ী হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) সকাল থেকেই আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। হোয়াইট হাউসের ক্ষমতায় যেতে প্রার্থীর প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যে ২৭৭ ভোট অর্জন করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।
নির্বাচনের সমীকরণে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে সুইং স্টেটগুলোই। ১৩১ বছর পর মাত্র দ্বিতীয় মার্কিনি হিসেবে একবার পরাজয়ের ইতিহাস মাথায় নিয়েও হলেন পুননির্বাচিত। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আরও একবার মহান বানাতে চান তিনি।
বিগত চার বছরে ক্যাপিটল হিলে হামলার মামলা, দুর্নীতি ও পর্নো তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ, সরকারি গোপন নথি চুরি ও ধ্বংসের অভিযোগ, শেষে নির্বাচনে আগে হত্যার একাধিক চেষ্টা- ট্রাম্প আলোচনায় ছিলেন প্রায় পুরোটা সময়েই।
ফলাফল ঘোষণার প্রথম থেকেই রিপাবলিকান অধ্যুষিত এলাকার জয় দিয়ে এগিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে কমলা হ্যারিস ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকায় জয় দিয়ে ব্যবধান কমিয়ে আনেন। তবে সুইং স্টেটগুলোর ফলাফলগুলো নিজের পক্ষে যাওয়ায় আবারও হোয়াইট হাউসে ফিরলেন সাবেক এই প্রেসিডেন্ট।