ট্রাম্পের পিছনে ছুটছেন কমলা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
ভোট গণনা শুরু হতেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মসনদে ফেরার সম্ভাবনাই বেশি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছে ১৯৮ আসনে। কমলা এগিয়ে ১০৯ আসনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ৭টি সুইং স্টেট ভোটের দিশা নির্ধারণ করবে, সেখানেও ৫-১ এগিয়ে গিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। প্রথম দুই ঘণ্টার গণনার ছবিতে কিন্তু হাসি চওড়া হচ্ছে তারই।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, সুইং স্টেটের মধ্যে একমাত্র অ্যারিজোনায় এগিয়ে কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প এগিয়ে মিশিগান, পেনসিলভ্যানিয়া, উইসকনসিন, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায়। নেভাদার ফলাফল এখনও সামনে আসেনি। মনে করা হচ্ছে, কমলা-ট্রাম্প দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা সুইং স্টেট-এর ফলাফলের ভিত্তিতেই। কেননা এখানকার ফলাফল যেকোনও সময় সমস্ত সমীক্ষা উলটে দিতে পারে। অতীতে দেখা গিয়েছে খুব কম মার্জিনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য বদলে দিয়েছে সুইং স্টেটগুলোর ফলাফল। ফলে এই প্রদেশগুলির ফলাফলের দিকে যে ওয়াকিবহাল মহলের বিশেষ নজর রয়েছে তা বলাই বাহুল্য।
মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। অ্যারিজোনা, লোওয়া, ওকলাহোমা, টেক্সাস, কলোরাডো, উইসকনসিন, টেনেসে, নেবারস্কা, আরকানসাস, নিউ মেক্সিকো, উটাহ, মিসিসিপির পাশাপাশি মিনেসোটা, মন্টানা, উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটার একাংশে ভোট শুরু হয়। ১১টা থেকে ওয়াশিংটন ও আলাস্কায় ভোট শুরু হয়। দুপুর বারোটায় ভোটগ্রহণ শুরু হয় হাওয়াই দ্বীপপুঞ্জে। বাকি প্রদেশগুলির ভোটাভুটি শুরু হয়েছিল আরও সকালে।
অবশেষে ভোরবেলা থেকেই (‘ইস্টার্ন টাইম জোন’-এ সন্ধ্যা ৬টায়) গণনা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনেও নির্বাচন হয়েছে। নির্বাচনের নিয়ম অনুসারে গত অক্টোবর মাস থেকেই ভোটগ্রহণের সূচনা হয়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা ‘আর্লি ভোট’ হয় ৪৭টি রাজ্যে।