জয়পুরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
“সমবায়ে সড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা ডিসি চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড় প্রদক্ষিন করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। এসময় অরিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার ও জেলা সমবায় সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান বাবু, সমবায়ী হেলাল উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে সমবায়ীদের উদ্যমী হওয়ার পরামর্শ দেয়া হয়। এসময় জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে শাহ আখতারুজ্জামান বাবুকে সংবর্ধণা দেয়া হয়।