চৌগাছায় রাজনৈতিক প্রতিহিংসায় কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৬)নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতর পরিবারের দাবি একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদি, আমিন, অহিদুল, কোরবান, ইলিয়াস ও আবু তালেব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মোহাম্মদ সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান, আমরা আওয়ামীলীগ পরিবারের লোক। বিএনপি’র সাথে আমাদের পূর্বের শত্রুতা ছিল। আমার আর এক চাচা আশরাফ হোসেন আশা সিংহাজুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। চাচা আশরাফ হোসেন আসার ছোট ভাই আনিসুর রহমান মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে চা খাচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদি, আমিন, অহিদুল, কোরবান, ইলিয়াস ও আবু তালেব সহ কয়েক জন মিলে চাচা আনিসুরকে কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে রাতেই চাচাকে উদ্ধার করে প্রথমে যশোর চৌগাছা সার্থ কমপ্লেক্স পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা.জুবাইদা আফসানা জানান, রাত ৯ টা ৪৮ মিনিটে আনিসুরকে ভর্তি করে অডিও পাঠাই। চিকিৎসাধীন অবস্থায় আনিসুলের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে চৌগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান মুন্নু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আনিসুর রহমান খুন হয়েছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।