নীলফামারীতে মৃদু কুয়াশা-শীতের আমেজ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
অক্টোবরের শেষভাগে এসে নীলফামারীতে শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে মৃদু কুয়াশা। শহর ও গ্রামাঞ্চলের চারপাশে এখন সকালের কুয়াশা ধীরে ধীরে নামছে। প্রভাতে কুয়াশার প্রলেপ ও তাপমাত্রার হালকা পতন মানুষকে শীতের আমেজের কথা মনে করিয়ে দিচ্ছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে আবহাওয়ার এই পরিবর্তন স্পষ্ট। তবে অনেকেই মনে করছেন এই আবহাওয়া সম্প্রীতি ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে এমন পরিবর্তন। সূর্য ওঠার আগেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গাছপালা, মাঠঘাট। কৃষিজীবী মানুষেরা ভোরের ঠাণ্ডা বাতাস আর কুয়াশার মধ্যে কাজ শুরু করছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, এই সময়টায় শীতের প্রস্তুতি নিতে অনেক কাজ করতে হয়। কুয়াশা আর ঠাণ্ডার কারণে ফসলের সঠিক পরিচর্যার প্রয়োজন হয়, বিশেষ করে আলু ও শীতকালীন শাক সবজির মতো ফসলের ক্ষেত্রে। অন্যদিকে, ডোমার উপজেলার গ্রামীণ এলাকার মানুষেরা শীতের কাপড় বের করতে শুরু করেছেন, যদিও তাপমাত্রা এখনো অনেকটা সহনীয় রয়েছে।
দেশের বিভিন্ন ট্রাভেল ভ্লগাররা উত্তরের এই জেলাটিতে শীতের আমেজ উপভোগ করতে এসেছেন। শরিফুল ইসলাম নামের এক ট্রাভেলার বলেন , দিন ও রাতের তাপমাত্রারর পারদও কমছে। সব মিলে প্রকৃতিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করছে।