বললেন আহমদ শফী আশরাফী
ছাত্রদের নয়, বেকারদের চাকরির ব্যবস্থা করুন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
এ দেশের লাখ লাখ বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করুন। এ দেশে লাখ লাখ দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদের কাজের ব্যবস্থা করুন। তা না করে ছাত্রদের পড়াশোনা নষ্ট করে পুলিশে পার্টটাইম চাকরিতে নিয়োগ করা কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মহাসচিব আহমদ শফী আশরাফী।
তিনি আরও বলেন. দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সরকার গঠনের এতোদিন পরেও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিন, নইলে সাধারণ মানুষের ক্ষোভের পাত্রে পরিনত হবেন।
নতুন সরকার গঠনের পর বেকারদের মধ্যে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আশার আলো সঞ্চরিত হয়েছি, কিন্তু দিনদিন তা নিভে যাচ্ছে। একদিকে বেকার, দরিদ্র মানুষের সমস্যা আরেকদিকে দ্রবমূল্যের উর্ধ্বগতি, নতুন সরকারের প্রতি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সাধারণ মানুষের পালস বুঝার চেষ্টা করুন। নয়তো পরিণাম ভালো হবে না।