মাধবপুরে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিনের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বহরা ইউনিয়নের মনতলা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ইউনিয়নে ১ নং ওয়ার্ডের এনামুল হক ফয়সল, ২ নং ওয়ার্ডের মোশাররফ হোসেন ৩ নং ওয়ার্ডের আরমান মিয়া, ৬ নং ওয়ার্ডের আব্দুল মান্নন, ৮ নং ওয়ার্ডের আবুল বাশার ৯ নং ওয়ার্ডের ফরিদ মিয়া এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আছমা বেগম প্রমুখ।
আরও পড়ুন : সমস্যার সমাধান ব্যবসায়ীদের ধরলেই হবে না
অভিযোগের বিষয়ে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন চেয়ারম্যান বলেন, এগুলো ভুয়া মিথ্যা বানোয়াট। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।