নীলফামারীতে ঋণের টাকা ছিনতাই, শোকে বৃদ্ধার মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
নীলফামারী’র সৈয়দপুর ইসলামী ব্যাংক থেকে ঋণের টাকা তুলে বাড়ী ফেরার পথে আশরাফ আলী নামক এক বৃদ্ধার ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দৃস্কৃতিরা। ঋণের টাকা ছিনতাইয়ের শোকে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার (২১অক্টোবর) বিকালে সৈয়দপুর উপজেলার উপজেলা শহরের তুলষীরাম সড়কে ঘটনাটি ঘটে।মৃত্যু ব্যাক্তি আশরাফ হোসেনের বাড়ী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অশুরখই গ্রামে।
মৃত্য ব্যক্তির ছেলে শিক্ষক নামমুল হোসেন জানান, তার বাবা ও মা দু’জনে ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা থেকে ২৫ হাজার টাকা ঋণ তুলে ঘরে ফিরছিলেন তারা। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাদের গতিরোধ করে শাড়ি-লুঙ্গী দেয়ার কথা বলে তুলষীরাম সড়কে নিয়ে যায়। এরপর তাদের কাছে থাকা ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পলিয়ে যায় দুর্বৃত্তরা। এ শোকে ঘটনাস্থলে তার বাবা সংজ্ঞাহীন হয়ে পড়লে সেখান সৈয়দপুর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত্যু ঘোষনা করেন।
সৈয়দপুর থানার ইনচার্জ ফইম উদ্দীন জানান, সিসিটিভি’র ফুটেজ দেখে দৃস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্ঠা করা হচ্ছে। তাদের সনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে।