তিন দফা দাবিতে আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বার (১৬ অক্টোবর) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারকদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, দুপুর ২টার মধ্যে আওয়ামী লীগের মদদপুষ্ট বিচারকদের ও আওয়ামী লীগের মদদপুষ্ট আইনজীবীদের অপসারণ করতে হবে। পাশাপাশি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।
এর আগে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক উল্লেখ করে তাদের পদত্যাগ দাবিতে বুধবার বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
তার আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে দিয়ে এই কর্মসূচির ডাক দেন তারা।