যশোরে খামার কর্মিকে গলাকেটে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
যশোরে এক গরুর খামার কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। নিহত মিলন মোল্লা (৩৬)র মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে যশোর শহরতলীর বকচর বিহারী কলোনি টিটোর গরুর খামারের মধ্যে।
নিহত মিলন মোল্লা মনিরামপুর উপজেলার জাল-ঝাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমান মোল্লার ছেলে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার এর সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে জানতে পারি শহরতলীর বকচর টিটোর গরুর খামারের মধ্যে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে। আমি খবর শুনে ঘটনাস্থলে যাই। স্থানীয়রা আমাকে জানায়, নিহত মিলন মোল্লা এই খামারের দীর্ঘদিন ধরে কাজ করতো। রাতের যে কোন সময় দুর্বৃত্তরা কি কারনে কেন তাকে গলাকেটে হত্যা করেছে।
পুলিশ পরিদর্শক বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারনে এই হত্যাকাণ্ড ঘটিয়াছে তার প্রকৃত কারণ উদঘাটনের জন্য এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।