মোটরসাইকেল আরোহী দুই বন্ধু বাসচাপায় নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ(১৮),উৎস মোল্লা(১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন শেষ করে বাড়িতে ফিরছিলেন।
রবিবার(২২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার রঘুনাথ রঘুনাথপুর গ্রামের ছেলে নাকি পুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, উৎস মোল্লা বিজিবি পিতার এসএসসি পড়ুয়া একমাত্র ছেলে। তার বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে নিজ বাড়ি ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে অজ্ঞাতবাসের চাপায় একজনের মৃত্যু হয় অপরজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর মারা যায়।
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল্লাহেল বাকি বলেন, তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন শেষ করে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে নগরকান্দার কান্দি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।