ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন লাঞ্ছিত, আসামীদের গ্রেফতার দাবি ডিইউজের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (৬ জুলাই) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বুধবার (৩ জুলাই) অপূর্ব আলাউদ্দিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধিনস্থ স্ট্যান্ডার্ড এরশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো: মাহমুদুল হক এর দুর্নীতি, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ সংক্রান্ত নিউজের অনুসন্ধানের কাজে বেলা সোয়া ১১টার দিকে তার সহকর্মী হোসেনকে নিয়ে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডে যায়। এ সময় মো: মাহমুদুল হক ওরফে তুষারের হুকুমে মো: রিয়াদ ও মো: এনামুল হকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পায়। তখন সাথে সাথে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে এএসআই গিয়াসউদ্দিনসহ তিনজন পুলিশ সদস্য আসেন। তারা তাদের ঘটনাস্থলে থেকে নিয়ে যান। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। প্রথমে চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়টি নিয়ে গড়িমসি করলেও পরে থানায় মামলা এন্ট্রি হয়।

নেতৃবৃন্দ অপূর্ব আলাউদ্দিনের নিউজ অনুসন্ধানের কাজে বাধা প্রদান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন লাঞ্ছিত, আসামীদের গ্রেফতার দাবি ডিইউজের

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (৬ জুলাই) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বুধবার (৩ জুলাই) অপূর্ব আলাউদ্দিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধিনস্থ স্ট্যান্ডার্ড এরশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো: মাহমুদুল হক এর দুর্নীতি, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ সংক্রান্ত নিউজের অনুসন্ধানের কাজে বেলা সোয়া ১১টার দিকে তার সহকর্মী হোসেনকে নিয়ে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডে যায়। এ সময় মো: মাহমুদুল হক ওরফে তুষারের হুকুমে মো: রিয়াদ ও মো: এনামুল হকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পায়। তখন সাথে সাথে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে এএসআই গিয়াসউদ্দিনসহ তিনজন পুলিশ সদস্য আসেন। তারা তাদের ঘটনাস্থলে থেকে নিয়ে যান। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। প্রথমে চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়টি নিয়ে গড়িমসি করলেও পরে থানায় মামলা এন্ট্রি হয়।

নেতৃবৃন্দ অপূর্ব আলাউদ্দিনের নিউজ অনুসন্ধানের কাজে বাধা প্রদান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে।