ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৯৩ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর বশড়ী এলাকা থেকে ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার (৩০ জুন) দুপুরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিলো। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা এসব স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে নিয়ে যাবে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। এরকিছু সময় পর তারা তিন জনকে সন্দেহজনকভাবে বাঁধের উপর যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন কৌশলে পালিয়ে গেলেও দেলোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তারকৃতর কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।

তবে গ্রেপ্তারের পর স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯৩ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

রাজশাহী নগরীর বশড়ী এলাকা থেকে ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার (৩০ জুন) দুপুরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিলো। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা এসব স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে নিয়ে যাবে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। এরকিছু সময় পর তারা তিন জনকে সন্দেহজনকভাবে বাঁধের উপর যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন কৌশলে পালিয়ে গেলেও দেলোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তারকৃতর কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।

তবে গ্রেপ্তারের পর স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি দেলোয়ার হোসেন।