সংবাদ শিরোনাম ::
৮০ বস্তা ভারতীয় চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে উপজেলার পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, সোমবার রাতে চাটখিল উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় থাকায় ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালকে চোরা চালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।