৪৩৩ ভরি রূপার অলংকারসহ পাচারকারী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলংকারসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত রূপার অলংকারের মূল্য ৬ লাখ চুরানব্বই হাজার টাকা।
আটককৃতের নাম-মীর হালিম হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সদর উপজেলার খানখানাপুরের হযরত আলী এর চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি গাড়ি তল্লাশি করে মীর হালিম হোসেন (২৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে রূপার অলংকার জব্দ করা হয়।
জানাগেছে, মীর হালিম হোসেন চোরা চালানোর মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে রুপার অলংকার প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।