৩১ জেলেসহ ভারতীয় দুই ট্রলিং জাহাজ আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। আটককৃত জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা থেকে অন্ততঃ ৭০ নটিক্যাল মাইল গভীরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলে ও জয় জগন্নাথ, মা বাসন্তী নামের দুটি ট্রলিং জাহাজ বুধবার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আটককৃত জেলেরা সকলেই ভারতের পশ্চিমবাংলার বলে সকলেই বাংলা ভাষায় কথা বলতে পারে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে জানায় নৌ-বাহিনীর।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় দু’টি ট্রলি জাহাজ সহ ৩১ জন জেলে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এদের আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় নৌবাহিনীর সদস্যরা সাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। তাই বিষয়টি তাদের নজরে আসে।