২২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে একটি প্রাইভেটকার থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। শুক্রবার (৫ জুলাই) দুপুরে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) র্যাব-১৪, সিপিএসসির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিশোরগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামেরর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শিবপুর নামক এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারের চালক মো. জাফর হোসেন (৫৪) ও সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫) প্রাইভেটকার থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রাইভেটকারে মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে।
পরবর্তীতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের তথ্যমতে, প্রাইভেটকারের পিছনের সিটের পিছনে সু-কৌশলে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, নগদ ১৪৫ টাকা ও আমেরিকান মুদ্রার বিশ ডলারের একটি নোট, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ সাইত্রিশ হাজার পাঁচশত টাকা।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান,মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে । আটক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের ও আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।