হাত-পা বেঁধে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে কাসেম আলী কাগুচী (৫০) নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে উপজেলার খোলপেটুয়া গ্রামে মৎস্য ঘেরে স্ত্রীকে হাত-পা বেধে দুর্বৃত্তরা এই নৃশংস কান্ড ঘটায়। তিনি ওই গ্রামে নেছার কাগুচীর ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, দীর্ঘদিন ধরে কাসেম আলী কাগুচী ৩০ বিঘা জমি লীজ নিয়ে মৎস্য ঘের করে আসছে। মৎস্য ঘের নিয়ে পাশ্ববর্তী লোকমান গাজী নামে এক ব্যক্তির সাথে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে লোকমানের নির্দেশে দুর্তৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। লোকমান গাজী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।