সংবাদ শিরোনাম ::
সরকারি চাকরিতে কোটা
হাইকোর্টের রায় স্থগিত, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় এক মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (১০ জুলাই) আপিল বিভাগে শুনানি শেষে এ রায় দেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য বুধবার (১০ জুলাই) দিন ধার্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিও একই সঙ্গে অনুষ্ঠিত হয়।