হাইকোর্টের আদেশ, আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে আগামী পর্যন্ত বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ্ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।
একমাস তিন দিনের ছুটি শেষে রোববার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলো। তীব্র গরমে অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ে। এরপর যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তার পরদিন সোবার (২৯ এপ্রিল) নতুন করে ২৭ জেলার স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।