সংবাদ শিরোনাম ::
হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ (ভিডিও)
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও মুসলিম জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড় হয়ে জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, কারো ধর্মীয় অনুভিতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে।
ভারতের সরকারকে হুঁশিয়ার করে বলা হয় প্রিয় নবীকে ব্যঙ্গ করে অপমান করেছে তাদের ফাঁসি দাবী জানান। যদি তা না করা হয় তবে বাংলাদেশে ভারতীয় যে সব দূতাবাস আছে সেগুলো ভেঙ্গে চুরে আগুন ধরিয়ে দেয়া হবে। এছাড়াও বাংলাদেশে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ার দেওয়া হয় সমাবেশ থেকে।