সংবাদ শিরোনাম ::
হত্যা মামলায় রিমাণ্ডে শাজাহান খান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় মোতালিব।
এ ঘটনায়২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় শাজাহান খান ২৩ নম্বর আসামি।