সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো-আবু দাউদ শেখ (৪৫) এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকির (৩৫)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বসতঘরের ফ্যনের সাথে ঝুল’ন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বুধবার (৩ জুলাই) রাতের কোন এক সময় তারা আত্মহত্যা করেন।
নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এবং নিহত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি মো: সাইদুর রহমান এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আবু দাউদ শেখ ও তার স্ত্রী মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারনজানা যায়নি।