স্বামীর সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
মৃত স্বামীর সম্পত্তি ফিরে পেতে স্ত্রী ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। স্বামীর মৃত্যু হওয়ার পর থেকে ৮ বছর যাবৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও স্বামীর সম্পত্তি ফিরে না পেয়ে বর্তমানে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শামীমা আক্তার।
ঘটনাটি ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের বিশাই মোল্যার ডাঙ্গী গ্রামের। ভুক্তভোগী স্ত্রী শামীমা আক্তার জানান, ২০০৫ সালে উপজেলার আকোটের চর ইউনিয়নের বিশাই মোল্যার ডাঙ্গী গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার পুত্র জালাল উদ্দীন মোল্যার সাথে তাঁর রেজিষ্ট্রি কাবিন মুলে বিয়ে হয়।এবং দীর্ঘ ১১বছর সংসার করে ২০১৬ সালে ৩১ মার্চ জালাল মোল্যা মৃত্যু বরণ করে। তার পর থেকেই শামীমা আক্তারের দেবর হায়দার মোল্যা এবং মুজাফফর মোল্যা শামিমা আক্তারের স্বামী জালাল মোল্যার ক্রয়কৃত স্থানীয় মনিকোটা বাজারের ৪ রুম বিশিষ্ট দোতলা বিল্ডিং জবর দখল করে নেন। এবং অদ্যবধি তাদের দখলেই রেখেছেন বলে জানান শামিমা আক্তার। এ ছাড়াও বাড়িতে তার স্বামীর নামের ১০ কাঠা জমিও জবর দখল করে রেখেছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের সাথে আলাপ কালে ভুক্তভোগী স্ত্রী শামীমা আক্তার জানান, আমার স্বামীর ক্রয়কৃত দোকান ঘর এবং বাড়িতে ১০ কাঠা জমি সহ আমার শশুরের রেখে যাওয়া সম্পত্তির আমার স্বামীর অংশ ফিরে পেতে তিনি ইতি পূর্বে স্থানীয় ভাবে বেস কয়েকবার শালিশ হয়েছিল। কিন্তু আমার দেবর হায়দার এবং মোজাফফর আমার প্রাপ্য অংশ আমাকে দিচ্ছেনা। বরং আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে। আমি আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ফিরে পেতে দীর্ঘ ৮ বছর যাবৎ বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিন্তু কিছুতেই আমি আমার প্রাপ্য অধিকার পাইনি। স্বামীর মৃত্যুর পর থেকে আমি খুব মানবেতর জীবন যাপন করছি।
তাই আমি বাধ্য হয়ে আদালতের সরাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিধবা শামিমা আক্তার তার স্বামীর সম্পত্তি থেকে তার ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।