‘স্বাধীনতাবিরোধীরা কোটা আন্দোলনের ষড়যন্ত্রে লিপ্ত’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, সেই প্রেতাত্মা আজ কিছুটা হলেও কোটা আন্দোলনের ষড়যন্ত্রের মধ্যে যে লিপ্ত তা আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন।
শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে বলে অঅমাকরছি।জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখকষ্ট ভোগ করুক এমন কর্মকাণ্ড তারা পরিহার করবেন।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা করা ও তাদের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব সরকারের। কেউ যদি বাধাগ্রস্ত করে, সরকারকে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।